কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- রংপুর
- 1 minute read
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি মো. বজলুর রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।