বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
- বাংলাদেশ
- 0 minute read
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার মধুপুর গ্রাম সংলগ্ন ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহতদের নাম মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩) বলে জানা গেছে। তারা উভয়ই মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ভারতীয় অংশ থেকেশব্দ শোনা যায়। কিছুক্ষণ পর গ্রামবাসীরা ওই এলাকা থেকে দুটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান, যা পরে নিশ্চিত হয় যে তা বাংলাদেশি যুবকদের।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং প্রশাসন বিষয়টি তদন্ত কাজ শুরু করছে।
এদিকে, নিহতদের পরিবারের সদস্যরা এই ঘটনায় শোকাহত। তারা এ ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।