“শাহবাগে হঠাৎ এই নাটক কেন?” — প্রশ্ন মির্জা আব্বাসের
- রাজনীতি
- 1 minute read
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, “শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন?” তিনি অভিযোগ করেন, যেখানে দীর্ঘদিন ধরে শাহবাগ এলাকায় রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ, সেখানে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এনসিপির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে প্রয়াত ছাত্রদল নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে নাসির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ।
মির্জা আব্বাস বলেন, “শাহবাগে যারা সমাবেশ করলো, তাদের দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আপত্তি কার? বিএনপি তো স্পষ্ট বলেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে। বরং সরকারের লোকজন উল্টো কথা বলছে।”
তিনি আরও বলেন, “বলা হয়েছিল, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কী দায় পড়ে গেছে ওদের পুনর্বাসন করার? ১৭ বছর ধরে আমাদের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, নির্যাতিত হয়েছে।”
দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিএনপি-ই একমাত্র দল মাঠে রয়েছে বলে দাবি করেন মির্জা আব্বাস। তাঁর ভাষায়, “যদি আরও রাজনৈতিক দল মাঠে থাকতো, তারাও আওয়াজ তুলতো। কিন্তু আজ তা নেই।”
প্রসঙ্গক্রমে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস। তিনি কটাক্ষ করে বলেন, “ভিআইপি গেট দিয়ে লুঙ্গি পরে, মাস্ক পরে বিদেশে চলে গেলেন। বিষয়টা আমাদের জানার অধিকার আছে। এতে সন্দেহ হয়, আরও কিছু ঘটছে কিনা।”
বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডর তৈরির সম্ভাবনা অস্বীকার করে মির্জা আব্বাস বলেন, “এটা একমাত্র একটি নির্বাচিত সরকার-ই সিদ্ধান্ত নিতে পারে। আমরা কোনো বিদেশি শাসনের অধীনে থাকি না।”
তিনি অভিযোগ করেন, “আমরা কি স্বাধীন দেশে আছি, নাকি ঔপনিবেশিক শাসনের শিকার? কেন সাধারণ মানুষ সেন্ট মার্টিন, সাজেক বা বাঘাইছড়িতে যেতে পারবে না? সরকারের কাছে এর জবাব চাই।”
আওয়ামী লীগের সুবিধাভোগীদের নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, “আজও সচিবালয়ে অনেক সুবিধাভোগী আছেন, তারা নানা সুবিধা নিচ্ছেন। অথচ এনসিপি এসব নিয়ে কোনো কথা বলছে না।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান।