নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের  ছয় দফা দাবিতে কর্মসূচি

নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে কর্মসূচি

ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার সদর উপজেলা স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখা

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ—দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও বঞ্চিত। সীমিত সুযোগ-সুবিধা এবং জনবল সংকটের মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে টিকাদান কর্মসূচি ও গ্রামীণ স্বাস্থ্যসেবায়। কিন্তু আজও তাদের পদের স্বীকৃতি, শিক্ষাগত মান অনুযায়ী বেতন স্কেল ও পদোন্নতির কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেডে উন্নীতকরণ।

  • ডিপ্লোমা প্রশিক্ষণের ভিত্তিতে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নয়ন।

  • পদোন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং পূর্ববর্তী টাইম স্কেল নতুন বেতন কাঠামোর সঙ্গে যুক্ত করা।

  • ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের যথাযথ গ্রেডে অন্তর্ভুক্ত করা।

  • অভিজ্ঞতার ভিত্তিতে পূর্বে নিয়োগপ্রাপ্তদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাহবুবুর রহমান খান পন্নী, আব্দুর হাই, সুলতানা পারভিন, আকলিমা হক প্রমুখ। বক্তারা বলেন, “আমরা শুধু ন্যায্য অধিকার চাই। বেতন কাঠামোতে বৈষম্য ও পেশাগত স্বীকৃতির অভাব আমাদের হতাশ করছে।”

আন্দোলনের হুঁশিয়ারি

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ইপিআইসহ সব স্বাস্থ্য কার্যক্রম স্থগিত করা হবে।”

তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন: চাঁদা দাবি: আসামির সভাপতি পদ ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল